অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঘুড়ির সঙ্গে আকাশে উড়ে গেল শিশুটি! (ভিডিও)

0
.

ঘুড়ি উড়াতে কার না ভালো লাগে। ঘুড়ি গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে। ঘুড়িতে মিশে আছে শহুরে মানুষের বাল্যকালের অনেক স্মৃতি। স্কুল শেষে বিকেলে মাঠে পালা করে ঘুড়ি উড়ানোই যেন ছিল ছোটবেলার অন্যতম শখের কাজ। তবে বর্তমান সময়ে তেমনটা খুব চোখে পড়ে না।

এর পরও যদি আকাশে নানা রঙের ঘুড়ি উড়ালে দর্শকের খুশির শেষ থাকে না। তবে সেই ঘুড়ির টানে যদি নাটাই ধরে রাখা মানুষটি আকাশে উড়ে যায় সেটি আরও বেশি অবাক হওয়ার কথা। ঠিক তেমনি এক ঘটনা ঘটেছে তাইওয়ানের উপকূলবর্তী এলাকায়।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, তাইওয়ানের উপকূলীয় এলাকা নানলিয়ায়ে ঘুড়ি উৎসবে ঘুড়ির সঙ্গে আকাশে উড়ে গেছে তিন বছরের এক শিশু। ঘুড়ির টানে উড়ে যাওয়া শিশুটির ভিডিও করেছেন উপস্থিত দর্শকরা। তবে তারা এর বাইরে কিছুই করতে পারেননি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটি ঘুড়ির টানে উড়ে যাওয়ার সময় অনেকে সেই ঘুড়িটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তখন শিশুটি ঘুড়ির লেজ ধরে ঝুলে থাকে। কিছু সময় পর অক্ষত অসস্থায় তিন বছরের শিশুটি মাটিতে নামতে পেরেছে। তার কোন শারীরিক ক্ষতি হয়নি।

.

এ দিকে ঘুড়ির কারণে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। গত বছর চীনের এক ব্যক্তির আঙ্গুল কেটে পড়ে গেছে।

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুড়ি উড়াতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। ঘুড়ির কারণে দুর্ঘটনা ঘটতে পারে এ আশঙ্কায় ওই নির্দেশনা দেওয়া হয়।