অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙ্গুনিয়ায় নিরাপত্তা চেয়ে জিডি করার অপরাধে প্রবাসীর উপর হামলা করেছে সন্ত্রাসীরা

0
.

নিরাপত্তা চেয়ে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ রাজানগর ইউনিয়নে মো. মুসলিম সিকদার (৩৫) এক প্রবাসী যুবকের উপর হামলা চালিছে সন্ত্রাসীরা। গুরুতর আহত মো. মুসলিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাভুবন এলাকার সিকদার পাড়া সড়কে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গতিরোধ করে দৃর্বৃত্তরা এ হামলা চালায়।

আহত মুসলিম সিকদার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড রাজাভুবন এলাকার শফিউল আলম সিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাজাভুবন এলাকার প্রবাসী মুসলিম সিকদার বৃহষ্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে তাঁর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজার করতে বের হয়। পথে একই এলাকার সিকদার পাড়া সড়কে মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আজ শুক্রবার রাতে এ রিপোর্ট লেখার সময় আহত মুসলিম এর স্ত্রী ও স্বজনরা রাঙ্গুনিয়ায় থানায় অবস্থান করছেন মামলা করার জন্য। টেলিফোনে আলাপকালে আহত মুসলিমের স্ত্রী পিংকি আকতার বলেন, গত মাসে এলাকার চোর ধরাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ আলমগীর সিকদার, জাহাঙ্গীর সিকদার, শাকিল সিদারের সাথে আমার স্বামীর কথা কাটাকাটি হয়

এ সময় তারা আমার স্বামীকে ৭২ ঘন্টার মধ্যে হত্যা করার হুমকি দিলে এ নিয়ে ৩ আগষ্ট  তাঁদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ করেন  আমার স্বামী।  এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দ্যেশে গতকাল মোটরসাইকেল গতিরোধ করে হামলা করেছে এসব সন্ত্রাসীরা আমরা এ ঘটনায় মামলা করতে এখন থানায় এসেছি। পুলিশ আশ্বাস দিয়েছে মামলা দায়েরের পর আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত)মো. মাহাবুব মিল্কি জানান, গতকাল ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ সেখানে গিয়ে তদন্ত করেছে।  ভিকটিমের পরিবার মামলা দিলে আমরা তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।