অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সৌদি আরবে করোনায় মারা গেলেন পটিয়ার ওমর ফারুক

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকার হাজী ওমর ফারুক নামের এক ব্যাক্তি ।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হাজী ওমর ফারুক (৩৯) উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও গ্রামের মৃত ইছহাকের ছেলে। তিনি ২ সন্তানের জনক।

মৃত ফারুকের পারিবারিক সুত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট করোনা উপসর্গ নিয়ে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে ভর্তি হন ওমর ফারুক। সেখানে ১৮ দিন ধরে তার চিকিৎসা চলছিল।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে  নিশ্চিত করেছেন তার প্রবাসী বাংলাদেশি বন্ধু নুরুল আজাদ।

হাজী ওমর ফারুক ১৫ বছর ধরে প্রবাসে রয়েছেন। তিনি সৌদি আরবের জেদ্দা নগরে নিজের ব্যবসা পরিচালনা করতেন। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সেখানেই দাফন করা হবে।

এদিকে প্রবাসী হাজী ওমর ফারুকের মৃত্যুতে পরিবার, এলাকা ও তার বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।