অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চাকরি দেওয়ার নামে প্রতারণা: প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

0
.

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন।

আজ দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইব্রাহিম বেকার যুবকেদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতো। প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে। আমরা তাদেরও গ্রেফতারের চেষ্টা করছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রতারক চক্রটি ১৫ জনের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পেয়েছি ডিবি পুলিশ। আটককৃত ইবরাহীমের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র, চেক, স্ট্যাম্প জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি প্রতারণার মামলা রয়েছে।