অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল কাসেমের ইন্তেকাল

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বিশিষ্ট আলেমেদ্বীন পশ্চিম পটিয়ার কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী ফয়জুলবারী সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা আবুল কাসেম (৮৫) আজ মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে , ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আসর কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের উত্তর জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে মাওলানা আবুল কাসেমের মৃত্যুতে শোক জানিয়েছেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমদ, ফয়জুলবারী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল।

শোক বার্তায় তারা বলেন, বরেণ্য এক ইসলামি চিন্তাবিদকে হারিয়েছে কর্ণফুলীবাসী। যিনি তাওহিদি জনতার অন্যতম প্রাণপুরুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন।