অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজ শনিবার নগরীর যে সব এলাকায় বিদ্যুৎ থাকছে না

0
.

চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল বেশ কিছু এলাকায় আজ শনিবার (৩ অক্টোবর) দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে বেশিরভাগ এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, আবার কিছু এলাকায় রাত ২টা থেকেই বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ সংযোগ।

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে এই সমস্যা হতে পারে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে,  শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম নগরের পাথরঘাটা বিদ্যুৎ উপকেন্দ্রের আওতাধীন পাথরঘাটা ৩৩/১১ কেভি বাকলিয়া-পাথরঘাটা ৩৩ কেভি সার্কিট-০১ উপকেন্দ্রের আওতাধীন নিউমার্কেট, আলকরণ, কোতোয়ালী, জেল রোড, চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগার, আছাদগঞ্জ, খাতুনগঞ্জ, চাক্তাই, ভেড়া মার্কেট, ফিরিঙ্গীবাজার, সিরাজদৌল্লা রোড, লালদিঘী, টেরীবাজার, হাজারী লেইন, জহুর মার্কেট, বাংলাদেশ ব্যাংক, সিএমপি, কোতোয়ালী থানা, জিপিও, ডিসি অফিস, কোর্ট বিল্ডিং এলাকা, সতীস বাবু লেন, মিরিন্ডা লেন, রহমতগঞ্জ, চামড়ার গুদাম, ইকবাল রোড, বান্ডেল রোড, বংশাল রোড, ফিসারিঘাট, এয়াকুব নগর, অভয়মিত্রঘাট, কবি নজরুল ইসলাম সড়ক, ব্রিজঘাট, বলুয়ারদিঘীর পাড়, কোরবানীগঞ্জ, কাজেম আলী রোড, ঘাটফরহাদবেগ, রুমঘাটা, দেওয়ানজী পুকুরপাড়, বক্সিরহাট, জেনারেল হাসপাতাল, রেডক্রিসেন্ট হাসপাতাল, প্যারেড কর্নার, পারসিভিল হিল, রসিক হাজারী লেন, দেবপাহাড়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, চকবাজার ও আশপাশের এলাকাসমূহ পর্যায়ক্রমে লোডশেডিংয়ের মাধ্যমে বন্ধ ও চালু থাকবে।

এসব এলাকায় শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ পাথরঘাটার আওতাধীন গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।