অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় ৬ জেএমবি আটক

0
.

চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেইটের পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও ৬ জেএমবি সদস্যকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাদের আটকের বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে জানানো হয়।

আটক নব্য জেএমবির সদস্যরা হলেন, মহিদুল আলম (২৪), জহির উদ্দিন (২৮), মাঈন উদ্দিন (২০), আবু সাদেক (১৯), রহমত উল্লাহ ওরফে আকিব (২৪) ও আলআউদ্দিন (২৩)। তাদের সকলেরই বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

এর আগে ভোরে জেলার লোহাগাড়ার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বক্সে জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে তারা।

দুপুরে তাদের আদালতে হাজির করা হয়েছে স্বীকারোক্তিমূলক জবানবান্দি প্রদানের জন্য।

গত ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর ষোলশহরের পুলিশ বক্সে রিমোট নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে এক পথচারী শিশু এবং দুই পুলিশ গুরুতর আহত হয়। জঙ্গি সংগঠন আইএস এ ঘটনার দায় স্বীকারের দাবি করলেও গ্রেফতার ৩ জঙ্গি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বতন্ত্রভাবে হামলার কথা জানান।