অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যে কাজটি করলে গ্যাস্ট্রিক পালাবে!

5
benefits-of-ginger-tea
.

আমাদের দেশে গ্যাস্টিকের সমস্যা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না। এই সমস্যাটি মূলত ভাজাপোড়া খাবার খেলেই বেশি হয়ে থাকে। অনেকেরই এ সব খাবার খাওয়ার পরে পেট ব্যথা বা বুকে ব্যথা কিংবা বদ হজম হয়।

অথচ এই সমস্যা দূর করার জন্য ওষুধ না খেয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিচের যেকোন একটি নিয়ম মানলেই চলবে।

১। আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন। তারপর অল্প একটু লবন মাখিয়ে খেয়ে ফেলুন। আদা খাওয়ার কিছুক্ষণ পর এক কাপ কুসুম গরম পানি খান। গভীর রাতে আর গ্যস্ট্রিকের সমস্যা হবে না। অথবা,

২। এক গ্লাস পানি একটি হাড়িতে নিয়ে চুলায় বসান। এর আগে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে দিন। পানি অন্তত পাঁচ মিনিট ফুটতে দিন। তারপর নামিয়ে আনুন। পানি ঠাণ্ডা হলে হলুদসহ খেয়ে ফেলুন। গ্যাস্ট্রিক দৌঁড়ে পালাবে। অথবা,

৩। ওপরের সমস্ত পদ্ধতি ঝামেলার মনে হলে শুধুমাত্র এক গ্লাস পানিতে এক চা চামচ মধু মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। কখনোই রাতে পেট বা বুক ব্যথা করবে না।

৫ মন্তব্য
  1. Rich Dilshat Dia বলেছেন

    আদা মুখে দিলেই তো গলা আর পেট জ্বলে

  2. Toufique Iftekher বলেছেন

    প্রেস ক্লাবে এখন আমরা এটাই খাই প্লেটে প্লেটে।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      আমি আদা মোটেও সহ্য করতে পারি না। তারপরও এখন বাধ্য হয়ে খেতে হবে। গ্যাস্টিকের ট্যাবলেট কয়েকবার চেঞ্জ করলাম। তার পরও কাজ হচ্ছে না।

    2. Toufique Iftekher বলেছেন

      Saiful Islam Shilpi ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো হবে এখন।

    3. Saiful Islam Shilpi বলেছেন

      হ্যা, #তৌফিক ভাই ডাক্তারের কাছেই যেতে হবে।