অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমেদের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
.

আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার আনোয়ারা ভূমি সহকারী (এসিল্যান্ড) তানভীর হোসেন এবং থানা অফিসার ইনচার্জ জনাব দুলাল মাহমুদের নেতৃত্বে পুলিশ জাতির এই বীর সন্তানকে গার্ড অব অনার প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় সম্মাননায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত স্মৃুতিচারণ করেন- আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব ইয়াছিন হীরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মরহুমের পরিবারের কথা বলেন ভগ্নিপতি রোটারিয়ান মুহাম্মদ কামাল উদ্দিন,মরহুমের জামাতা, ব্যাংকার মাউসুফ উদ্দিন মাসুম,মরহুমের জ্যেষ্ঠ ভগ্নিপতি রাজা মিয়া।

.

জানাজায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ এয়াকুব চেয়ারম্যান, শামসুল ইসলাম চেয়ারম্যান, মোহাম্মদ আলী, চেয়ারম্যান সোলায়মান তালুকদার,চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, চেয়ারম্যান জনাব অসীম কুমার দেব, চেয়ারম্যান একরামুল হক, আওয়ামীলীগ নেতা আজিজুল হক চৌধুরী নসু, মোঃ শেলিম মামুন, যুবলীগ নেতা আব্বাস আলী, ফরিদুল আলম টিপু, নজরুল ইসলাম,  ছাত্রলীগ নেতা এম নজরুল ইসলাম, খোরশেদুল আলম সহ প্রমুখ।

উল্লেখ্য মুক্তিযোদ্ধা ফজল আহমেদ গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর শহরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও দুই কন্যা সন্তান সন্তুতিসহ অসংখ্য গুনগ্রাহী আর শুভাকাঙ্খী রেখে যান।