অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিজয় মেলা শুরু

1
????????????????????????????????????
.

মুক্তিযুদ্ধের বিজয় মেলা বীর বাঙালির অহংকার- এই স্লোগানকে সামনে রেখে বিপুল উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা’২০১৬। আগামী ১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা।

আজ বুধবার বিকাল ৪টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যালয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

এবারের মেলাকে সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে বিশেষ আয়োজনের মধ্যে আগামী ১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর ২০১৬ইং তারিখ পর্যন্ত আউটার স্টেডিয়ামে মাসব্যাপী নৃৎশিল্প, কুটিরশিল্প, হস্তশিল্প এবং দেশী-বিদেশী শিল্প প্রতিষ্ঠান ও উৎপাকদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রী ও প্রদর্শন হবে।

১০ই ডিসেম্বর জিমনেশিয়াম প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় “বিজয় মঞ্চে” মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি পরিবেশিত হবে। ১০দিন ব্যাপি “বিজয় মঞ্চে” দুই শতাধিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নিবে।

এছাড়া লালদিঘীর ময়দানে বৃক্ষ ও বই মেলা এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। মেলায় সার্কাস, লটারি, ভেরাইটি শো কঠোরভাবে নিষিদ্ধ।

এসময় এবিএম মহিউদ্দিন বলেন, মেলায় বাঙ্গালির সুস্থ ধারার সংস্কৃতির প্রতিফলন ঘটানো হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করার জন্য তাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ এর ঠিকানার সন্ধান দিতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো- চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম, মহাসচিব আহমেদুর রহমান সিদ্দিকী, মোহাম্মদ ইউনুছ, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, কলিমুল্লাহ চৌধুরী, এম.এ মনসুর, আবুল কাশেম চিশতী, মোজাহারুল ইসলাম, চন্দর ধর, মশিউর রহমান চৌধুরী, অমল মিত্র, শফিউল বশর, জাহাঙ্গীর চৌধুরী সি.ইন.সি (স্পেশাল), পান্টু লাল সাহা, আব্দুল আহাদ, জহুর লাল হাজারী, আবুল মনছুর, শেখ শহিদুল আনোয়ার, নজরুল ইসলাম বাহাদুর, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি এম.এ আলম বিপ্লব, ফিরোজ আহমদ, কাজী মাহাবুবুল হক চৌধুরী এটলী, ফরিদ মাহমুদ, এস.এম. সাইদ সুমন, তপন বড়ুয়া, ওয়ারিশ আলী খান, দেবাশীষ নাথ দেবু, নুরুল আজিম রণি, ফজলে রাব্বী সুজন প্রমূখ।

১ টি মন্তব্য
  1. Chowdhury Ahasan Khurram বলেছেন

    মেলাটা সিআরবি শিরিষ তলা কিংবা অন্য কোথাও হলে ভালো হতো। এই এক মাস আশপাশের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়। হোমরা চোমরা চোর ছেচরদের দৌরাত্ব বেড়ে যায়। থাকে নিত্য যানজট।