অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আলেম ও ইসলামী চিন্তাবিদদের উপর হামলা ন্যক্কারজনক: ডা. শাহাদাত

0
.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আলেম ও ইসলামী চিন্তাবিদদের উপর হামলা ন্যক্কারজনক। ঢাকাসহ সারা বাংলাদেশ আলেম সমাজের ওপর যে হামলা হয়েছে তাতে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সম্পূর্ণরূপে পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাষ্ট্রযন্ত্র এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, র‌্যাব-পুলিশ বাহিনী, বিজিবি এখন আওয়ামীলীগের আজ্ঞাবহ সংগঠনে পরিণত হয়েছে।

তিনি শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নেতাকর্মীদের কাজ করতে হবে। সারাবিশ্বে করোনা ভাইরাসে পূণরায় সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। এই শীতকালে বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধির আশংঙ্কা রয়েছে। সেজন্য আমরা চট্টগ্রাম মহানগর বিএনপি ওয়ার্ডে ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করছি এবং এলাকার মানুষকে সচেতন করছি। বিএনপির নেতাকর্মীদেরকেও করোনাকালীন দুর্যোগ সময়ে যে ভাবে মানুষের পাশে থেকে কাজ করেছেন ঠিক তেমনিভাবে আগামীতেও মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী মেয়র নির্বাচনে ভোট সেন্টার পাহারা দেওয়ার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ভোট সেন্টারে এগিয়ে ভোট প্রদান করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। করোনা মোকাবেলায় সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি বিশ্বের বুকে দেশের মান চরমভাবে ক্ষুব্ধ করেছে। করোনা মোকাবেলায় সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। চারদিকে ধর্ষন, লুটপাট, দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশের মানুষ দিশেহারা। দেশের মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নেই। এদেশের জনগণের অধিকার ভোটের অধিকার, স্বাধীনতার অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সেকান্দর আলমের সভাপতিত্বে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দীনের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সহ -সভাপতি মো: আলী, অধ্যাপক নুরুল আলম রাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু , কামরুল ইসলাম, নগর বিএনপির সম্পাদক ইব্রাহিম বাচ্চু, আমিন মাহমুদ, সহ-সম্পাদক অধ্যক্ষ খোরশেদুল আলম, ইসমাইল বাবুল, আব্দুল আজিজ, সদস্য আলী ইউসুফ, বাকলিয়া থানা বিএনপি নেতা আইয়ুব খান, এস এম পারভেজ, বিএনপি মনোনিত ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম ডিউক, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ আলাউদ্দিন আহমেদ, খোরশেদ আলম, শফিকুর রহমান শফি, হাজী ইউসুফ, আবদুল হাসেম, সিনিয়র যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক রোকন উদ দ্দৌলা, বিএনপি নেতা আবুল হোসেন, এখতিয়ার হোসেন, এস এম ফারুক, মহিউদ্দিন সিজন, জাহাঙ্গীর আলম, মহিলা দল নেত্রী মাহমুদা ঝরনা, শামিমা নাসরিন, কানিজ ফাতেমাসহ ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ।