অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় ৮ বসতঘর আগুনে পুড়ে ছাই

0
.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় ৮ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ শুকছড়ি হাবিলাস চৌধুরী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিকেরা হলেন- ওই এলাকার ওমরা মিয়া, আব্দুল নবী, পাখি বেগম, মো: সেলিম, ফয়েজ আহামদ, এনাম, আম্বিয়া খাতুন ও দেলোয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে এনামের ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে অগ্নিকান্ডের সুত্রপাত তা সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। শুরুতেই আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকার লোকজন শোর-চিৎকার করে আগুন নিভাতে এগিয়ে আসে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শাহরিয়ার আলম বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন প্রায় নিভে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত।