অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভাস্কর্য ইস্যূতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

0
.

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন কওমি আলেমরা।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এ বৈঠক শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে শেষ হয় বৈঠক। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু জানা যায়নি। বৈঠকে উপস্থিত আলেমরাও কিছু বলেননি।

কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে এতে আলেমরা অংশ নেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী ও মাওলানা নূর আহমদ কাসেম।

এর আগে, গত ৫ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় শীর্ষ আলেমরা এক বৈঠক করেন। ওই বৈঠক থেকে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরা হয় সরকারের কাছে। ভাস্কর্য নয়, আল্লাহর ৯৯ নাম খচিত মুজিব মিনার তৈরির প্রস্তাব দেন তারা। ওই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়, ভাস্কর্য ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা করবেন কওমি আলেমরা।

সরকার রাজধানীর ধোলাইপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিলে বেশকিছু ইসলামি দল এর বিরোধিতা করে। পূজার উদ্দেশ্যে নির্মাণ করা না হলেও ভাস্কর্যকে ‘সন্দেহাতীতভাবে নাজায়েজ ও স্পষ্ট হারাম’ বলে ফতোয়া দেওয়া হয় দেশের শীর্ষ ওলামা মাশায়েখদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।