অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে পাকিস্তান সরকার

0
.

মহামারি নভেল করোনা ভাইরাস মোকাবিলায় ‍আমদানি করা ভ্যাকসিন জনগণের মাঝে বিনামূল্যে বিতরণের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ন্যাশনাল হেলথ সার্ভিসেস রেগুলেশনস অ্যান্ড কো-অর্ডিনেশন বিষয়ক বিশেষ সহকারী ড. ফয়সাল সুলতান গেল বুধবার এ তথ্য জানিয়েছেন।

পাক সরকারের পক্ষে ফয়সাল সুলতান জানান, ওই দিন অর্থাৎ গেল বুধবার পাকিস্তানে গত ৫ মাসের মধ্যে প্রথমবারের মতো একদিনে ১০০ জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।

গত বুধবার পর্যন্ত পাকিস্তানে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছিল।

ফয়সাল সুলতান বলেন, ‘করোনার ভ্যাকসিন কেনার ব্যাপারে সরকার নানা আঙ্গিক থেকে উদ্যোগ গ্রহণ করেছে।’