অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তাসকিনের ৫ উইকেট, চিটাগাং ভাইকিংসের জয়

1
taskin
.

নিজ মাটিতে অবশেষে জয়ের দেখা পেয়েছে চিটাগাং ভাইকিংস। শুক্রবার (১৮ নভেম্বর) রাজশাহী কিংসকে ১৯ রানে হারিয়েছে তামিম ইকবালের দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দুই দল।

টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চিটাগাং ভাইকিংস সংগ্রহ করেছিল ১৯০ রান, ৫ উইকেট হারিয়ে। দলকে এ পুঁজি সংগ্রহে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। মাত্র ৩৭ বলে ৮৭ রান তুলে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া এনামুল হক বিজয় ৪০ বলে ৫০ রান করেছেন।

ব্যাটসম্যান বড় পুঁজি এনে দেওয়ার পর দলকে জেতানোর দায়িত্ব চেপেছিল চিটাগাং ভাইকিংসের বোলারদের কাঁধে। সেই দায়িত্ব পালনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেস তারকা তাসকিন আহমেদ। বল হাতে ৪ ওভারে ৩১ রান খরচ করেছেন তিনি। বিনিময়ে তুলে নিয়েছেন রাজশাহী কিংসের ৫ উইকেট। মূলত তাসকিনের এই নৈপুণ্যের সুবাদেই চিটাগাং ভাইকিংসের জয় নিশ্চিত হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। ১৯ রানে জয় পায় চিটাগাং ভাইকিংস।

বিপিএলের চট্টগ্রাম পর্বে এটি ছিল চিটাগাং ভাইকিংসের দ্বিতীয় ম্যাচ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রথম ম্যাচ খেলেছিল দলটি। সেই ম্যাচে ঢাকা ডাইনামাইটসের কাছে ১৯ রানেই হেরেছিল চিটাগাং। যা স্বাগিতক চট্টগ্রামবাসীকে বেশ আশাহত করেছিল। তবে শুক্রবার জহুর আহমেদ চৌধুরীে স্টেডিয়ামে তামিমদের পাওয়া জয় পুরনো শোক ভুলিয়ে চট্টলাবাসীকে আনন্দে ভাসিয়েছে।

১ টি মন্তব্য
  1. Hossain Mihin বলেছেন

    দারুন একটা পেজ।এই পেজে লাইক দিতে পারেন।www.facebook.com/mihin.fan