
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রশাসন বিভাগের সচিব ওলিউর রহমান মারা গেছেন।
আজ সোমবার সকাল ৮টার দিকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিআরটিএ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ওলিউর রহমান রাজউকের প্রশাসন বিভাগের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের যুগ্মসচিব।
ওলিউর রহমানের আপন ভাই মো. মামুন জানান, বেশ কিছুদিন ধরে তিনি পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান।
You must log in to post a comment.