অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চসিক প্রশাসক সুজন সস্ত্রীক করোনা আক্রান্ত

0
.

স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও নগর আওয়ামী লীগ সহসভাপতি খোরশেদ আলম সুজন।

তবে করোনা পজিটিভ শনাক্ত হলেও দুজনের শরীরে কোন ধরণের উপসর্গ নেই বলে জানিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি জানান, আমরা বাসায় আইসোলেশনে আছি। তবে বাসায় বসে দাপ্তরিক কাজ সারছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে নগরবাসীর সেবা করতে পারি।

জানাগেছে, বুধবার (৬ জানুয়ারি) জেনারেল হাসপাতালে সুজন ও তার স্ত্রীর নমুনা পরীক্ষায় করোনার পর তাদের পজিটিভ রিপোর্ট
আসে। এর পর থেকে চিকিৎসকের পরামর্শে দুজই নিজ বাসায় অবস্থান করছেন।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, ‘প্রশাসক মহোদয় ও উনার স্ত্রী করোনা আক্রান্ত হলেও, দুজনই উপসর্গহীন। উনারা সুস্থ আছেন। বাসায় আইসোলেশনে আছেন।

উল্লেখ্য করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এ কারণে ৫ আগস্ট চসিকের প্রশাসক হিসেবে
খোরশেদ আলম সুজনকে নিয়োগ দেন জন প্রশাসন বিভাগ।

আগামী ২৭ জানুয়ারী চসিকের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর শপথ নেয়া পর্যন্ত সুজন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।