
ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টার (স্থানীয় সময়) দিকে ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ভান্ডারা জেলা সিভিল সার্জন প্রমোদ খান্দাতে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডেকান হেরাল্ড, জিনিউজ, ইন্ডিয়া টুডের।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে মোট ১৭ জন শিশু ছিল। তাদের মধ্যে ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের মৃত্যু হয়েছে।
You must log in to post a comment.