অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নেজাম ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের নতুন কমিটি গঠিত

0
.

বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার (১৩ জানুয়ারী) নগরীর লাভ লেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজাম ইসলাম পাটির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী।

এতে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এদেশের জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতাকে সরকার খেড়ে নিয়েছেন। ইসলামী রাজনীতিকে এদেশ থেকে ধ্বংস করার জন্য বহুমুখী ষড়যন্ত্র চলছে। এহেন পরিস্থিতিতে সমমনা সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, দেশব্যাপি নেজাম ইসলাম পার্টিকে সুসংগঠিত করারও আহবান জানান।

প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব মাওলানা আবু তাহের খান, দক্ষিণ জেলা নেজাম ইসলাম পার্টির সভাপতি মাওলানা জিয়াউল হোসাইন, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা মহিউদ্দিন হালিশহরী, উত্তর জেলা নেজাম ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা দিদারুল আলম, মাওলানা ক্বারী মুবিনুল হক, মাওলানা জয়নাল আবেদিন কুতুবী, মাওলানা রেজাউল করিম কুতুবী, মাওলানা সামশুল হক জালালাবাদী, মাওলানা ছলিম উল্লাহ, মাওলানা আবদুর রহিম, মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা আবু ছালেহ, মাওলানা জাফর, চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র সমাজের সভাপতি এম ওয়াহিদ উল্লাহ, সাধারণসম্পাদক ইসা মাহমুদ হাসেমী প্রমুখ। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কাউন্সিলে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের খান মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেন।

এসময় চট্টগ্রাম মহানগর নেজাম ইসলাম পার্টির পুনরায় আমির পদে মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদীকে ও মাওলানা হাফেজ আনোয়ার হোসাইন রব্বানীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  প্রেসবিজ্ঞপ্তি।