অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সরকার পতনের হুমকির অভিযোগে মামলা: জামিন পেলেন পটিয়ার ৯বিএনপি নেতা

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সরকার পতনের হুমকির অভিযোগে দায়েকৃত মামলায় চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপির ৯ জন নেতা উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিশনের বিচারপতি এমডি হাবিবুল গণি ও এমডি রিয়াজউদ্দিন খানের দ্বৈত বেঞ্চে তাদেরকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন দেন।

সুপ্রিম কোর্টের ব্যারিষ্টার এডভোকেট এএম মাহবুব উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

জামিন পেয়েছেন- পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা মফজল, খলিলুর রহমান বাবু, নুরুল আবছার, আবদুল মোনাফ, ইউছুপ তালুকদার, তারেক, হায়দার। তাদেরকে আগামী এক মাসের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য গত ৯ জানুয়ারি পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়ননের একটি রাজনৈতিক অনুষ্ঠানে সরকার পতনের হুমকি দেন। এর প্রেক্ষিতে পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী বাদী হয়ে উপজেলা বিএনপির শীর্ষ নেতারা সহ অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করে পটিয়া থানায় একটি মামলা করেন।

এব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম জানান, রাজনৈতিক বক্তব্যের ইস্যুতে একটি মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের অন্তবর্তীকালীন জামিন দেন।