অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তামিম-সাকিবের পর মুশফিকের হাফসেঞ্চুরি

0
.

চট্টগ্রামে হাফসেঞ্চুরির পসরা মেলে বসেছেন টাইগাররা। পঞ্চপাণ্ডবের প্রত্যেককে ফিফটি হাঁকাতে হবে, এমন আইন যেন বেঁধে দেওয়া হয়েছিল। তামিম, সাকিবের দলে যোগ দিলেন মুশফিকও।

আজ সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

আর প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাসকে হারালেও অর্ধশতক হাঁকিয়েছেন পঞ্চপাণ্ডবের অন্যতম তামিম ইকবাল। ৮০ রলে ৬৪ রান করে আলজারি জোসেফের শর্ট বলে আউট হন তামিম।

এরপর ৮১ বলে ৫১ রান করে রেইফারের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।

সাকিব চলে যাওয়ার পর রানের চাকা সচল রাখেন মুশফিক। ৪৭ বলে অর্ধশতক ছুঁলেন মি. ডিপেন্ডেবল। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

হাফসেঞ্চুরির আগে রেইফারের বলে ছক্কা হাঁকান মুশফিক। পরের ওভারেই ফিফটি হাঁকান তিনি। দলীয় ৪৪তম ও আলজারি জোসেফের অষ্টম ওভারের তৃতীয় বলকে ডিপ মিড-উইকেটে পাঠিয়ে ক্যারিয়ারের ৩৯তম ফিফটি করেন মুশফিক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার খেলা হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। মুশফিক ৪৯ বলে ৫৪ রান ও রিয়াদ ২৬ বলে ৩০ রানে অপরাজিত রয়েছেন।