অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপি চসিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে: আওয়ামী লীগ

0
.

ভিত্তিহীন নানা অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

আজ বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে বহদ্দারহাটে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন তিনি।

ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসছেন। অথচ বিএনপির মেয়র প্রার্থী মিডিয়াকে ভোট ডাকাতি এজেন্টদের বাধা দেয়া হচ্ছে বলে মিয়িাকে মিথ্যাচার করে চসিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের কাছে তথ্য আসছে। বিএনপির এতো ষড়যন্ত্রের পরও আমরা ভোটে রয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে আমরা বিশ্বাসী।

ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, পুলিশ লাইন্স স্কুল কেন্দ্রে বিএনপির কর্মীরা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের ছেলে তানভীর ফয়সাল ইভানকে মারধর করেছে। চান্দগাঁওয়ে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের এজেন্টদের মারধর করেছে।

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, নজরুল করিম চৌধুরী, প্রমুখ।