অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কক্সবাজার সদর হাসপাতালে আগুন

0
.

কক্সবাজার জেলা সদর হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে একাধিক দমকল বাহিনী। আজ বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এ ঘটনায় বেশ কিছু মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় আগুন লাগে। এরপর খবর পেয়ে একাধিক দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যানি।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এদিকে, হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। অনেকেই চিকিৎসাধীন অবস্থাতেই ভয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।