অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খাগড়াছড়িতে গণধর্ষণকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

0

খাগড়াছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

khagrachari-picture03-21-11-2016
.

খাগড়াছড়ি জেলা মানিকছড়িতে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী নারী আমেনা বেগমের প্রতিবাদে এবং গণধর্ষণকারীদের গ্রেফতারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

আজ সোমবার সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে আয়োজিদ মানববন্ধনে ধর্ষকদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাঈন উদ্দিন ও সাধারন সম্পাদক এস এম মাসুম রানা।

উল্লেখ, গত ১৭ নভেম্বর রাতে জেলার মানিকছড়ির ডেবাতলী এলাকায় একদল উপজাতি মুখোশধারী সন্ত্রাসী এক বাঙ্গালী গৃহবধূকে বাড়ী থেকে নিয়ে রাতভর গণধর্ষন করে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল রাকিব জানান, ধর্ষিতার অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।