অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

0
earth-quake-news
.

জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পরে সেখানে সুনামির উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তবে বিবিসির খবরে বলা হয়, ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪।

মার্কিন ভূতাত্ত্বিক পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, ফুকুশিমা এলাকা থেকে ৬৭ কি.মি দূরের ভূমি থেকে ১০ কি.মি. নিচে এর উৎপত্তিস্থল । ভূকম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে, সেটিকে রাজধানী টোকিও থেকে অনুভূত হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে ভূমিকম্প হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, জাপানের এর প্রভাবে এই এলাকায় তিন মিটারের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির গণমাধ্যমে স্থানীয়দের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে দক্ষিণাঞ্চল কুমামতোতে শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত ৫০ জন নিহত হয়।

এর আগে ২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক চুল্লির ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ১৮ হাজারের বেশি মানুষ নিহত অথবা নিখোঁজ হয়।