অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে সাংবাদিকের ওপর হামলা: প্রেসক্লাবের প্রতিবাদ সভা

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আচ শনিবার (২০ ফেব্রুয়ারী) বোয়ালখালী প্রেস ক্লাব মিলনায়তনে এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো.মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ মান্নান, মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক আবুল ফজল বাবুল, কাজী আয়েশা ফারজানা, সহ-সভাপতি রাজু দে, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়–য়া রাজু, কার্য নির্বাহী সদস্য আলমগীর চৌধুরী রানা, আল সিরাজ ভান্ডারী, সদস্য এমএস এমরান কাদেরী, ছাদেকুর রহমান সবুজ, মো. হোসাইন মাহমুদ ও সেকান্দর আলম বাবর।

ক্লাবের সহ-সম্পাদক পূজন সেনের সঞ্চালনায় সভায় প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান, সামাজিক মাধ্যমে হুমকি ধমকি অব্যাহত রাখায় নিরাপত্তা প্রশ্নে সাধারণ ডায়েরীসহ কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বক্তারা চিহ্নিত হামলাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকায় উপজেলা সদরের একটি মাধ্যমিক স্কুল বিরোধীয় জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের দুর্বৃত্তায়ন নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম গত শুক্রবার বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এমপি গোল্ড কাপ খেলার সংবাদ সংগ্রহে গেলে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি মো.সেকান্দর আলম বাবরের ওপর হামলা করেন।