অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডবলমুরিং-এ অভিনব প্রতারক শুক্কুর গ্রেফতার

0
.

পায়ে মরা মুরগির রক্ত দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে অভিনব প্রতারণার অভিযোগে আব্দুর শুক্কুর (২৫) নামে প্রতারককে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।

আজ সোমবার (১৪ মার্চ ) বিকেলে নগরীর কর্ণফুলী মার্কেট দুবাই বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রতারক শুক্কুর কক্সবাজার বাহারছড়া এলাকার মৃত মোজাফ্ফরের ছেলে।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ মো. মহসীন পাঠক ডট নিউজকে জানান, শুক্কুর পায়ে মুরগির রক্ত মেখে আঘাতপ্রাপ্ত হওয়ার ভান ধরে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। পলিথিনে মুরগীর রক্ত মজুদ রেখে ব্যান্ডেজের কাপড়ে ঐ মুরগীর রক্ত লাগানোর পরে পায়ে বেঁধে পায়ে ব্যাথা পেয়েছে বলে ও হাঁটতে পারে না বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।

আজ বিকেলে কর্ণফুলি মার্কেট এলাকায় প্রতারণাকালে পুলিশ তাকে আটক করেছে। সে কদমতলী বিআরটিএ বাস ষ্টেশনে একজন লোকের কাছ থেকে প্রতারণা শিখেছে বলে স্বীকার করেছে।