অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে মৎসজীবিদের মাছ লুট, চাঁদাবাজি ও হামলা প্রতিবাদে মানববন্ধন পালিত

0
fish
.

চট্টগ্রামে জলদস্যূদের হাতে ফিশিং বোট মালিক হত্যা করার প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে মৎস্যজীবি আড়তদার সমিতি। বৃহস্পতিবার সকালে নগরীর ফিরিঙ্গী বাজার ফিশারীঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন মৎস্য সম্পদ আহরণের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে যাচ্ছে মৎস্য ব্যবসারা সাথে জড়িত ব্যবসায়ীরা।

কিন্তু বঙ্গোপসাগরে মাছ ধরার বোটে প্রতিনিয়ত হামলা, মৎস্য লুট, চাঁদাবাজিসহ জেলেদের উপর শারীরিক নির্যাতন অব্যাহত রেখেছে জলদস্যূরা। এ ছাড়াও চাঁদা না দেয়ায় সম্প্রতি এফ বি আল মদিনা বোটের মালিক এরফানকে হত্যা করেছে জলদস্যুরা।

এভাবে জলদস্যুদের বেপরোয়া হামলা, ফিশিং বোটে ডাকাতির কারণে মৎস্য ব্যবসা হুমকির মধ্যে পড়তে পারে। এমতাবস্থায় জলদস্যুদের দমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

চট্টগ্রাম বোট মালিক সমিতির সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় সহ সভাপতি আমিনুল হক বাবুল সরকার, মৎস্যজীবি আড়তদার সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি নুর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ফিশারীঘাট এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মৎস্য ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।