অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবির ভর্তি আবেদন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত

0
.

দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় পূর্বনির্ধারিত সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে না। শিগগির অনলাইনের এই আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রবিবার (৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ আগামীকাল সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টায় নির্ধারিত ছিল।

করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সরকার কর্তৃক একইদিন থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় পূর্বনির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর কার্যক্রম স্থগিত করা হলো। শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ডিন্স কমিটির ১১তম সভার (জরুরি) সিদ্ধান্তক্রমে স্থগিত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।