অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সিভিল ইঞ্জিনিয়ারের মৃত্যু

0
নিহত বোরহান উদ্দিন রব্বানী।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক সিভিল ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। ওই ইঞ্জিনিয়ারের নাম বোরহান উদ্দিন রব্বানী (২৫)। তিনি পূর্ব বড়ঘোনার ডা. আরিফ রহমানের পুত্র।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় গণ্ডামারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মোটর (সেচ পাম্প) মেরামত করার সময় বোরহান উদ্দিন রব্বানী বিদ্যুৎস্পৃষ্ট হন। সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেন।

নিহত ইঞ্জিনিয়ার বোরহান উদ্দীন রব্বানীর ভগ্নিপতি আবু বক্কর সিকদার বলেন,বোরহান সকাল ১১ টার সময় নিজ বাড়িতে পানি সেচের মোটর মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। ঘটনাস্থল থেকে স্বজনেরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।