অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে যমুনা শিপ ইয়ার্ডে আগুনে দগ্ধ আহত শ্রমিকের মৃত্যু 

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

জেলার সীতাকুণ্ডের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর যমুনা শীপ ব্রেকিং ইয়ার্ডের পুরাতন জাহাজে কাটিং করার সময় আগুনে দগ্ধ হয়ে আহত তিনজনের মধ্যে মোঃ জিহাদ (১৮) নামের এক শ্রমিক মারা গেছে।

আজ শুক্রবার বিকালে ঢাকা বঙ্গবন্ধু বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

একটি গোয়েন্দা সংস্থা এ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জিহাদ উপজেলার শীতলপুর তেতুলতলা এলাকার দুদু মিয়ার পুত্র।

উল্লেখ্য, যমুনা শিপইয়ার্ডে গত রবিবার জাহাজের অংশ কটার সময় জাহাজের ভিতর গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণ হয়ে তিন শ্রমিক দগ্ধ হয়। এতে মোঃ জিহাদ (১৮), পিতা দুদু মিয়া, সাং তেতুলতলা, শীতলপুর,আব্দুস সামাদ (৪০), পিতা আবুল হোসেন, সাং দক্ষিণ মধুর উল্লাহ, থানা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম এবং মোহাম্মাদ পাইলট (২২), পিতা জয়দুল হেসেন, সাং হাসাইগাড়ি, থানা ও জেলা নওগাঁ। আগুনে পুুুুড়ে দগ্ধ হয়।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাদেরকে ৩৬নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। তাদের মধ্যে জিহাদ এবং আব্দুস সামাদ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঐ দিনে ঢাকায় রেফার করেন। শুক্রবার জিহাদ মারা যান।