অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘রাজাকার’ বলায় আগ্রাবাদে আ’লীগের দুই গ্রুপের সংর্ঘষ, একজনকে ছুরিকাঘাত

0
.

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় আওয়ামী লীগ যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মান্নান (৩৮) একজন ছুরিকাঘাতে আহত হয়েছে।  তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার রাত ৮টার দিকে ডেবার পূর্বপাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আকবর নামে একজনকে আটক করেছে।

জানাগেছে, ২৮নং পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিল ও স্থানীয় যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপুর অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল।  আজ সন্ধ্যায় এক গ্রুপ অপর গ্রুপকে রাজাকার বলে গালি দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে যায়।  পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ডবলমুরিং থানার ওসি মো. মহসীন বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন, দুটি গ্রুপের মধ্যে রাজাকার ডাকাকে কেন্দ্র করে মারামারি হয়েছে।  এসময় ছুরিকাঘাতে মান্নান নামে একজন আহত হয়। তার উরুতে ছুরিমারা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।  তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেয়া হয়েছে।  পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।  এঘটনার সাথে মানিক (৩৫) সহ শহিদুল (৩৫), রুবেল (২৬), আকবর (২৮) সহ মোট ৭ জনের তথ্য পাওয়া গেছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।