অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘রিকশা চালকের স্ত্রীর শ্বাসকষ্ট, ঘরে অক্সিজেন পৌছে দিল ডবলমুরিং পুলিশ’ (ভিডিও)

0
.

শ্বাসকষ্টে ভুগতে থাকা এক রিকশা চালকের স্ত্রীর ঘরে অক্সিজেন পৌঁছে দিল পুলিশ। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে ফোন করলে সেই রোগীর বাসাতেই বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেয় সিএমপির ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নাজির পোল এলাকার রিকশা চালকের স্ত্রী জুলেখা (৪০) একজন হৃদরোগী। কিন্তু সাড়ে ৯ টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তার অক্সিজেন দেওয়ার পরামর্শ দেয়।

গরীব রিকশা চালক খলিল মিয়ার অক্সিজেন কেনার সামর্থ্য নেই। তাই একজনের কাছ থেকে তথ্য পেয়ে আমাদের কাছে ফোন দেন। আমরা সাথে সাথেই অক্সিজেন সিলিন্ডার আগ্রাবাদ নাজিরপুল ওমর খানের ভাড়াঘরে পৌঁছে দিই। রোগী বর্তমানে সুস্থ আছেন।