অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাস চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

0
.

স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর অনুমতি চান পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে গাবতলীতে সড়কও অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তাদের। স্বল্প সুদে ঋণসহ ৪ দফা দাবি জানিয়েছেন বাস মালিকরা।

গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সকালে সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচলে সরকারের কাছে অনুমতি চান তারা।

শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। ধীরে ধীরে যান চলাচলও স্বাভাবিক হওয়া শুরু করে। তবে হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশের সাথে শ্রমিকদের শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। ৫ শ্রমিককে পুলিশ ভ্যানে তোলা হলেও সেখান থেকে পালিয়ে যান ৩ জন। বাকি ২ জনকে পরে ছেড়ে দেয়া হয়। শ্রমিক নেতা আর পুলিশের দাবি, আন্দোলনকারীরা পরিবহন শ্রমিক নন।

ঘটনাস্থলের পাশের একটি ভবনে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের পুনর্বাসনের দাবিতে, সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এ সময় সরকারের কাছে চার দফা দাবি জানান তারা।