অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৩৭ রানে ৭ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ

0
.

ভোরে ওঠা সূর্য সকাল গড়িয়ে দুপুরে আরও চড়া হয়। এরপর সূর্যের আলোর তেজ ধীরে ধীরে ম্লান হয়ে গোধূলী লগ্নে অস্ত যায়। পাল্লেকেলে টেস্টে আজ তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসের দশাও হলো প্রতিদিন ওঠা সূর্যের রুটিনের মতো—প্রথম দুই সেশন পর্যন্ত তবু আশা ছিল, তেজ ছিল, কিন্তু বিকেলের সেশনে এসে সব আশার কী চিরচেনা সমাধি! এ তো টেস্ট ক্রিকেটের চিরায়ত বাংলাদেশ–ই!

একজন বা দুজন একটু ভালো খেলবেন, হয়তো সেঞ্চুরির আশা দেখাবেন, কিন্তু সব মিলিয়ে সম্মিলিত ব্যর্থতায় দিন শেষে পারফরম্যান্স যেন ‘তলাবিহীন ঝুড়ি’—এই টেস্টে প্রথম ইনিংসের পারফরম্যান্স দেখে অন্তত তেমন মনে হওয়াই স্বাভাবিক।

৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা, আজ তৃতীয় দিনে সকালের সেশনে ৩.৩ ওভার খেলার পর। এরপর ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ৪ উইকেটে ২১৪ রান ছিল বাংলাদেশের।

তখন ফলোঅন এড়াতে আর ৮০ রান দরকার ছিল। কে ভেবেছিল, বাকিরা মিলে এই রানও করতে পারবেন না! কে ভেবেছিল, মাত্র ৩৭ রানের মধ্যেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যাবে দল। অবশ্য টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স নিয়মিত দেখা থাকলে এমন ব্যাটিং দেখে ভ্রু বেশি কুঁচকে যাওয়াই বরং অস্বাভাবিক।

প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ২৪২ রানে পিছিয়ে বাংলাদেশ।