অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনায় প্রাণ গেলো আরও ৮ জনের

0
.

চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।  গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।  মৃতদের মধ্যে নগরীতে ৬ জন ও উপজেলার ২ জন রয়েছে। এর আগের দিন চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৩ জন। এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬৩ জন।

বিগত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১১৯৭টি নমুনা পরীক্ষায় ৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ১৯৩ জন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৫৫ জন ও বিভিন্ন উপজেলার ১৯ জন।

আজ রবিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৩ জন। যাদের নগরের ৪০ হাজার ৯১১ জন এবং উপজেলার ১০ হাজার ১৮২ জন। এসময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ জন। এদের মধ্যে নগরে ৪১৬ জন এবং উপজেলার ১৪৭ জন। একই সময় করোনা থেকে সুস্থ হয়েছে ১০৩ জন। এদের মধ্যে নগরের ১৩ জন এবং উপজেলার ৮৯ জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৮৫টি নমুনা পরীক্ষায় ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪২টি নমুনা পরীক্ষায় ১৯ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫০৬টি নমুনা পরীক্ষা ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।