অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জাতীয় বেতন স্কেলে বাস্তবায়ন করা না হলে বিপিসির দপ্তর ঘেরাও

0
bpc-2
.

আগামী এক সপ্তাহের মধ্যে তেল সেক্টরের শ্রমিক কর্মচারীদের বেতন জাতীয় বেতন স্কেলে বাস্তবায়ন করা না হলে বিপিসির সদর দপ্তর ঘেরাও করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস শ্রমিক ফেডারেশন নেতারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হবে বলে জানান তারা।  সোমবার দুপুরে নগরীর ফকির হাটস্থ বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা।

এসময় তারা বলেন জাতীয় বেতন স্কেলে শ্রমিক কর্মচারীদের বেতন স্কেল নির্ধারন করা শ্রমিকদের ন্যায্য দাবি। কিন্ত কর্মকর্তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শ্রমিক কর্মচারীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দীন, মহাসচিব মোহাম্মদ ইয়াকুব, সহ সভাপতি ও ইস্টার্ন রিফাইনারী সিবিএ সেক্রেটারী মোহাম্মদ ইয়াকুবসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।