অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম কারাগারের নারী হাজতির মৃত্যু

0
.

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী হাজতির মৃত্যু হয়েছে।  হাছিনা আক্তার (৪২) নামে এ নারী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন।

আজ শুক্রবার (৪জুন) রাত ৮টায় চমেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

মৃত হাছিনা আক্তার হাটহাজারী থানার ছারিয়া মাদ্রাসা কালো চেয়ারম্যান বাড়ির মৃত নুরুর মেয়ে।

কারাগার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল পাহাড়তলী থানার একটি মামলায় হাসিনা আক্তারকে কারাগারে পাঠান আদালত। গতকাল সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাতে তিনি ফের অসুস্থতা বোধ করলে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, এক নারী হাজতি অসুস্থ হলে বৃহস্পতিবার রাতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আজ (শুক্রবার) রাতে মৃত্যুবরণ করেছেন। ময়নাতদন্ত শেষে আগামীকাল তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‌‘কারাগারে অসুস্থ হয়ে পড়লে গতকাল ওই হাজতিকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ রাত ৮টায় ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেপটিক শকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।’