অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে দুই করোনা রোগীর মৃত্যু: শনাক্ত ৬০

0
.

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৬০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ১৩ দশমিক ০৭ শতাংশ। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৬ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল রবিবার চট্টগ্রামের ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩৫ জন এবং সাত উপজেলার ২৫ জন। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৯ জন, রাউজানে ৬ জন, ফটিকছড়িতে ৪ জন, আনোয়ারায় ৩ জন এবং মিরসরাই, ভুজপুর ও বাঁশখালীতে একজন করে রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫৪ হাজার ৯২ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৪২ হাজার ৯৪৯ জন ও গ্রামের ১১ হাজার ১৪৪ জন।

করোনায় গতকাল নগরীর বাসিন্দা দুই পুরুষ রোগীর মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা এখন ৬২৯।

উল্লেখ্য, গতকাল দুজনের মৃত্যুর মধ্য দিয়ে এ মাসের প্রথম ছয়দিনে সাত করোনা রোগী মারা যান। তবে এ সময়ে আক্রান্তের প্রায় ৮ গুণ মানুষ আরোগ্যলাভ করেছেন। শহর ও গ্রামে আক্রান্তের পাল্লাও প্রায় সমান থাকছে। নতুন আইসোলেশনের বেশি রোগী করোনামুক্তির ছাড়পত্র গ্রহণ করেছেন।