অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে ৪৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন জমিসহ ঘর

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

‘‘মুজিব বর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামের বোয়ালখালীতে ভূমিহীন ও গৃহহীন ৪৭টি পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হচ্ছে।

আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে আজ শুক্রবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলা হল রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান, বোয়ালখালীতে সরকারি অর্থায়নে ১ম পর্যায়ে ২০টি, ২য় পর্যায়ে ২০ ও ব্যক্তিগত অর্থায়নে ৭টি ঘর তৈরি করা হয়েছে। আগামী ২০ জুন ভূমিহীন ও গৃহহীন ৪৭টি পরিবারকে এসব ঘরে নামজারী খতিয়ানসহ বুঝিয়ে দেওয়া হবে।

তিনি জানান, বোয়ালখালীতে ২৯৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে ঘর প্রদান করা হবে।

২০ জনু সকাল ১০টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বহলপুর গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সংযুক্ত হবেন।