অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনায় একদিনেই মারা গেছে ১৪ জন

0
.

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই মারা গেলেন ১৪ জন। চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জন। আর এসময়ে শনাক্ত হয়েছে ৭০৯ জন রোগী। সব মিলিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬৫ হাজার ৮ জন।

রবিবার (১১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যে জানা গেছে-নগরীর নয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব এবং এন্টিজেন টেস্টে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৭০৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগরে ৭জন এবং উপজেলাগুলোতে আরও ৭জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৪৯৭ ও উপজেলার ২৭৪ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় জেলার নগর ও উপজেলায় মিলে নতুন করে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের সংখ্যা ছিল ৩ জন।

জানাগেছে, ২৪ ঘণ্টায় ৭০৯ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হলে চট্টগ্রামে মোট করোনারোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮ জনে। শনাক্তের দিক থেকে গত শুক্রবারের (৯ জুলাই) ৭৮৩ রেকর্ড না ভাঙলেও গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস পাওয়া গেল ৭০৯ জনের শরীরে। এই একই সময়ে মৃত্যু হয়েছে রেকর্ড ১৪ জনের। যার ৭ জন চট্টগ্রাম নগরের, আর বাকি ৭ জন উপজেলার।

নগরীর নয়টি ল্যাবের মধ্যে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৬২০ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ১০৬ ও উপজেলার ৭০ জন জীবাণুবাহক পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ১১০ ও উপজেলার ৩২ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৬টি নমুনার মধ্যে ৩ জনের পজিটিভ এসেছে।

নগরীর বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষা করা ৪৯টি নমুনায় নগরের ৩৩ ও উপজেলার তিনটি নমুনার ফলাফল পজিটিভ আসে। নমুনা সংগ্রহের পরপরই ফলাফল প্রদানকারী এন্টিজেন টেস্টে ৬৬৮ জনের মধ্যে ২২৪ জন জীবাণুবাহক বলে জানানো হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরের ৬১ জন ও উপজেলার ১৬৩ জন।

নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরে রয়েছে রেকর্ডসংখ্যক ৪১৬ জন এবং উপজেলাগুলোতে ২৯৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ৫৪ জন, হাটহাজারীতে ৪৮ জন, মিরসরাইয়ে ৩৩ জন, রাউজানে ১৯ জন, ফটিকছড়িতে ২৩ জন, বোয়ালখালীতে ১১ জন, রাঙ্গুনিয়ায় ১৮ জন, চন্দনাইশে ২৯ জন, সন্দ্বীপে ১৬ জন, সাতকানিয়ায় ১৫ জন, পটিয়ায় ১৪ জন, বাঁশখালীতে ৮ জন, লোহাগাড়ায় ৪ জন এবং আনোয়ারায় রয়েছেন ১ জন।

চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ৬৫ হাজার ৮ জন। এদের মধ্যে চট্টগ্রাম মহানগরের বাসিন্দা ৫০ হাজার ১৩৪ এবং ১৪ উপজেলার ১৪ হাজার ৮৭৪ জন।

এদিকে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরনে ২০৩টি নমুনা পরীক্ষা করে নগরীর ৪০টিসহ মোট ৫৩টি, আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৪৯টি নমুনায় চট্টগ্রাম নগরের ১৮ ও উপজেলার ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। অন্যদিকে বেসরকারি এপিক হেলথ কেয়ারে ৬৯টি নমুনার মধ্যে উপজেলার ৬টিসহ ৩২টি নমুনার ফলাফল পজিটিভ আসে।