অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনায় একদিনে আরও ১১ জনের মৃত্যু: শনাক্ত ৯৪৫ জন

0
.

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬২ টি নমুনা পরীক্ষায় করোনা রোগে আক্রান্ত হয়েছে ৯৪৫ জন। আক্রান্তদের মধ্যে নগরীতে ৬৩৯ জন এবং উপজেলায় ৩০৬ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৯০২ জন।

একই সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১১ জন। এর মধ্যে নগরীতে ২ জন এবং উপজেলায় ৯ জন।

আজ রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ টি নমুনা পরীক্ষায় ৮২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭১৮ টি নমুনা পরীক্ষায় ১৬০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৯৮ টি নমুনা পরীক্ষায় ৮৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৭০ টি নমুনা পরীক্ষায় ৫৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪১ টি নমুনা পরীক্ষায় ২২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮১ টি নমুনা পরীক্ষা ৮২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪১ টি নমুনা পরীক্ষায় ৭৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১২ টি নমুনা পরীক্ষায় ৭ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৩৫ নমুনা পরীক্ষায় ৭৯ জন এবং এন্টিজেনে ৮৪৮ টি নমুনা পরীক্ষায় ২৫৯ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১ শনাক্ত হয়।

উপজেলায় ৩০৬ জনের জনের মধ্যে লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ০৮ জন, বাঁশখালী ১৮ জন, আনোয়ারায় ০৩ জন, চন্দনাইশ ২৬ জন, পটিয়া ৪৫ জন, বোয়ালখালী ৪০ জন, রাঙ্গুনিয়া ১৮, রাউজান ৪২ জন, ফটিকছড়ি ২৭ জন, হাটহাজারী ২৮ জন, সীতাকুণ্ড ১৭ জন, মিরশ্বরাই ১৩ জন ও সন্দ্বীপ ১৩ জন।