অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিআরবিতে ‘টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন’ মানববন্ধন পালিত

0
.

চট্টগ্রামের সিআরবি এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম।

আজ রবিবার বিকেলে নগরীর সিআরবি প্রস্তাবিত জায়গার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে টিসিজেএ সভাপতি এনামুল হক সভাপতিত্বে, দিপঙ্কর দাস এর সঞ্চালনায় এসময় বক্তারা রাখেন চ্যানেল আই এর ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মন্জুরুল কিবরিয়া, সমাজ কর্মী জেসমিন আকতার পারু, লায়ন নবাব হোসেন মুন্না, টি-ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-যমুনা টেলিভিশনের সিনিয়র প্রযোজক মো: তারেক, ছাত্র নেতা তফাজ্জল হোসেন জিকু, টিসিজেএ সহ সভাপতি আলী আকবর, অর্থ সম্পাদক মো: আলমগীর, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ, অমিত দাস, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সদস্য হাসান উল্ল্যাহ, বাসু দেব, আরশাদ আলী, ইমরান ইমু,সময় টেলিভিশনের সিনিয়র রির্পোটার পার্থ প্রতিম বিশ্বস, এস এ টেলিভিশনে ইনচার্জ সোহাগ কুমার বিশ্বাস, মোহনা টেলিভিশনের রির্পোটার সুমন কুমান দে, সরোয়ার আলম বাবু ,আব্দুল হক, লিটন মজুমদার, মো: রহিম, ইবান, অনিক বিশ্বাস, মৌলানা মহিবুল্ল্যাহ সহ নেতৃবৃন্দ ।

.

মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের মাঝে প্রাকৃতিক শোভা মন্ডিত এলাকাটিকে নগরীর ফুসফুস, এ জায়গায় হাসপাতাল নির্মাণ করতে গেলে শতবর্ষী অনেক গাছ কাটা পড়ার পাশাপাশি এখানকার সবুজ নিসর্গ ধ্বংস হয়ে যাবে। পাহাড় চূড়ায় সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংটি চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত। এর চার পাশে রয়েছে শতবর্ষী বৃক্ষ সহ সবুজাভ মনোরম প্রাকৃতিক পরিবেশ।সময় সুযোগে নগরবাসীর বিনোদনের পাশাপাশি মুক্তমঞ্চে এখানে হয় নানা সংস্কৃতিক অনুষ্ঠান ।নগরীর ঐতিহাসিক স্হান, ঐতিহ্য,পরিবেশ,বন ধ্বংশ করে শুধু হাসপাতাল নয়, যে কোন ধরণের স্হাপনা নির্মান করা উচিত নয় অবিলম্বে হাসপাতাল করার সিন্ধান্ত থেকে সরে আসার জন্য আহবান জানান মানববন্ধনে বক্তারা। পরে সি আর বির আশাপাশের বিভিন্ন খালি জায়গায় ফলজ,বনজ,ঔষধী গাছ রোপণ করা হয় ।