অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঈদে সিটিভিতে রিয়াজ হায়দারের নতুন চমক!

0
.

রাজনৈতিক টকশো ও বিশেষায়িত আলোচনা অনুষ্ঠান নিয়ে সঞ্চালনায় পরিচিতি পাওয়া পেশাজীবী নাগরিক সংগঠক ও গণমাধ্যম ব্যাক্তি রিয়াজ হায়দার চৌধুরী এবার নতুন আঙ্গিকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ঈদের বিশেষ ম্যগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’ নিয়ে আসছেন।‌ ভিন্ন মাত্রিক অবয়ব নিয়ে তিনি ঈদের এই বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় থাকছেন তিনি নিজে।

রিয়াজ সাধারণত ক্ষুরধার লেখনী, টেলিভিশন টকশো’র আলোচক সহ সঞ্চালক হিসেবে ব্যাপক পরিচিত।

একাধারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করা বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নেরও সাবেক সভাপতি।‌

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছাড়াও তিনি পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক টেলিভিশনে এবার সম্পূর্ণ নতুন রূপে তাঁর আগমনকে ঘিরে শুরু হয়েছে আলোচনাও।

রিয়াজ হায়দার চৌধুরী পাঠক ডট নিউজকে বলেন- অনুষ্ঠানটির রেকর্ডিং এর দু’দিন পরেই তিনি করোনা আক্রান্ত হন তিনি। করোনায় দেশজুড়ে কঠোর লকডাউন পরিস্থিতির কারণে রেকর্ডিংটি দুইদিন এগিয়ে আনা হয়েছিল, নতুবা ভেস্তে যেত সব আয়োজন।

আয়োজননের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল সুত্রে জানা গেছে, রিয়াজ হায়দার চৌধুরীর গ্রন্হিত এবারের এই ঈদের ম্যাগাজিন অনুষ্ঠানটিতে থাকছে আদিবাসী নৃ গোষ্ঠীর মনোমুগ্ধ নৃত্য, পবিত্র কোরবানির ঈদকে কেন্দ্র করে একাধিক কৌতুক, একাধিক যুগল নৃত্যু , আধুনিক গান ও ব্যান্ড সংগীত, মনোমুগ্ধ যাদু সহ নানা আয়োজন।

অনুষ্ঠানটির একাংশে হঠাৎ অনাহুত আগন্তুক এর মতই জাদুশিল্পী রাজিব বসাকের অনুষ্ঠানে স্টেজে প্রবেশ ! সঞ্চালক সাংবাদিক রিয়াজ শুরুতেই তাঁকে কৌশলে ফ্লোর না দিয়ে যাদু প্রদর্শন প্রচেষ্টা থেকে বিরত রাখতে একাধিক দফায় চেষ্টা করেন। কিন্তু ঠিক অনুষ্ঠানর শেষ লগ্নে এসে সুযোগ দেন করোনা সতর্কতা সহ কোরবানির পরিবেশ রক্ষার তাৎপর্যের আহবানে যাদু প্রদর্শনীর। তখনই বুঝা গেল অনুষ্ঠানটির শুরুতেই যাদু প্রদর্শনীতে বিরত রাখার কৌশল এর নেপথ্যের কাহিনী। শেষ লগ্নে দু’জনের প্রাণবন্ত আলোচনায়ও আকর্ষণীয় হয়ে ওঠে অনুষ্ঠানটি।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষেও অনুষ্ঠানটিতে যুক্ত থাকছে দেশাত্মবোধক গান। কোরবানির ঈদকে কেন্দ্র করে একশ্রেণীর মানুষের প্রচারমুখীতা ও সাধারণ অসচ্ছলদের মনের উদারতাও দারুণভাবে উঠে এসেছে এই অনুষ্ঠানে সংযুক্ত এক অনুনাটকের মধ্য দিয়ে।

সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনাতই রিয়াজ দারুন মাতিয়ে যান।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই চন্দ্র ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী ।‌

অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৯ টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে, যা স্যাটেলাইটে দেখতে পাবেন বিশ্বের প্রায় সবকটি দেশের মানুষ।