অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঈদের দিনের আকাশে বৃষ্টির ঘনঘটা

0
.

বুধবার সারাদেশে পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। তবে ঈদে দুর্ভোগ পোহাতে হতে পারে বৃষ্টির জন্য।

ঈদের দিন ঢাকাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঈদুল আজহায় ঈদ নামাজের পর মুসল্লিরা পশু কোরবানির প্রস্তুতি নিতে শুরু করেন। বৃষ্টি হলে সেটি বড় ভাবনাই তৈরি করে সবার মনে।

এবারের ঈদের দিন একটু বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বুধবার ঈদের দিন ঢাকা, খুলনা ও বরিশালে কম বৃষ্টি হতে পারে এবং সিলেট, রাজশাহী, রংপুরসহ অন্যত্র মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

দেশে করোনাভাইরাস মহামারীর উচ্চ সংক্রমণের মধ্যে দ্বিতীয়বার উদযাপন হতে যাচ্ছে কোরবানি ঈদ।

ঈদের আগের দিন অর্থাৎ মঙ্গলবারও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।