অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দক্ষিণ আফ্রিকা করোনায় মারা গেলেন লোহাগাড়া ও বাঁশখালীর দুই যুবক

0
নাছির উদ্দিন ও হুমায়ুন কবির

শওকত বিন আশরাফ,।দক্ষিণ আফ্রিকা থেকে:

দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দেশটির জোহানেসবার্গের বুক্সবার্গ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হামদুর পাড়া নিবাসী হুমায়ুন কবির। তিনি গত একমাস ধরে করোনা আক্রান্ত হয়ে গত সাপ্তাহে অবস্থার অবনতি হলে আইসিইউতে হস্তান্তর করা হয়।আইসিইউতে চিকিৎসাধীণ অবস্থায় আজ মঙ্গলবার স্হানীয় সময় সকাল ৭ টায় মৃত্যু বরণ করেছেন। তিনি দীর্ঘ ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।হুমায়ুন কবির দুই সন্তানের জনক।

অপরদিকে দেশটির নর্থওয়েস্ট প্রদেশে ব্রেস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন নাছির উদ্দিন নামে আরো একজন বাংলাদেশী নাগরিক।তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুইছি ইউনিয়নের প্রেম বাজার এলাকার বাসিন্দা।

এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় গত ৩ দিনে ৯ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে।