অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়ির রাবার ড্যামে ডুবে এমইএস কলেজ ছাত্রের মৃত্যু

0
.

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ফটিকছড়ির ভূজপুর রাবার ড্যামের কুম্বে ডুবে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামের নগরীর এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ভূজপুর হালদা খালের রাবার ড্যামের কুম্বে এ ঘটনা ঘটে। ইব্রাহিম চট্টগ্রাম মহানগরীর কাজের দেউড়ি রাবেয়া রহমান গলির মোহাম্মদ সেলিমের পুত্র। তিনি চট্টগ্রাম এম.ই.এস.কলেজের (অনার্স থার্ড ইয়ার) ছাত্র।

তাদের গ্রামেরবাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে।

জানাগেছে, চট্টগ্রাম কাজের দেউড়ি এলাকা থেকে বন্ধুদের সাথে বেড়াতে ভুজপুর রাবার ড্যামে ঘুরতে যায় ইব্রাহিমরা। অসাবধানতায় পা পিছলে নদীর কুম্বে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলেন, হাসাপতালে আসার আগেই তার মৃত্যু হয়।

সাংবাদিক নেতা মহসীন কাজী জানান, চট্টগ্রাম শহরের রাবেয়া রহমান লেইনের বসতি ইব্রাহিম বাবা মায়ের একমাত্র সন্তান। বন্ধুদের সাথে সেখানে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হলো।