অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনার নমুনা দিতে গিয়ে লাইনেই মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার ইকবাল

0
.

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইকবাল। বয়স ৪৩ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

আজ বুধবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, ইকবাল গত কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। সেজন্য করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো তাকে। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। তবে তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, মৃত ইকবালের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল।

তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর মারা যায়।