অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবি’র ডেপুটি রেজিস্ট্রারকে পিটিয়েছে ছাত্রলীগ

8
cu
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোঃ দেলেয়ার হোসেনকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মারধোরে অংশ নেয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী হিসেবে ক্যম্পাসে পরিচিত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি ইউনিটের কোটায় মৌখিক পরিক্ষা দিতে আসায় জনি র্মং মারমাকে তুলে নিয়ে যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ (সোমবার) জনিং মং মারমার মৌখিক পরীক্ষা নেওয়ার সময় নির্ধারণ করে। সকালে জনি মং মারমা মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসলে ছাত্রলীগের কর্মীরা কোটায় অনিয়ম হচ্ছে এমন দাবি তুলে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিসে গিয়ে তালা লাগিয়ে দেয় এবং ডিন ডেপুটি রেজিস্ট্রারকে বেধড়ক মারধোর করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর আলী আজগর জানান, বিষয়টি শুনেছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, ভর্তিতে অনিয়ম হওয়ায় শিক্ষার্থীরা অবরোধ করেন। এতে ছাত্রলীগের কোন সর্ম্পক নেই।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধোরের ঘটনায় আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিবিদ্যালয় অফিসার্স সমিতি।

৮ মন্তব্য
  1. Mohi Uddin Maaenterprise বলেছেন

    খুব ভালো করেছে

  2. Mahbubur Rahman বলেছেন

    good job

  3. Kauser Parvin বলেছেন

    ভিসিকে কবে???

    1. Saiful Islam Shilpi বলেছেন

      ভিসি বললেন তিনি রুনা লায়লা প্রেমিক। ডিজিটাল ভিসি বলে কথা।

  4. Mustafa Nayeem বলেছেন

    ওরাইতো পিটাবে। ওরা মুক্তিযোদ্ধা, স্কুল- কলেজের শিক্ষক, পুলিশের সদস্যসহ হেন কোন জায়গা নেই উনাদের হাত ও পা পড়ে নি।

  5. HM Asraf বলেছেন

    শিক্ষক নামক কিছু গৃহপালিত,,,,,,,,,,,, দের এই দশা দেখলে খুশি লাগে,
    যাক বাবারা, ছাত্রলীগ এর মেধাবী সন্তানদের স্যালুট!

  6. Kauser Parvin বলেছেন

    ও কলেজ লাইফে সবার প্রেমিক ছিল,,কি বলো তালই?

  7. Shamsul Huda Mintu বলেছেন

    মেধাহীনদের দিয়ে সংগঠন করালে এমনই হয়। সন্দেহ নেই আমাদের কপালে আরো দুঃখ আছে।