অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বহদ্দারহাটে ওজনে কারচুপি, ১২ ব্যবসায়িকে ৪০ হাজার টাকা জরিমানা

0
15369852_1217352308344531_277584400_o
.

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করে ওজনে কারচুপিরসহ বিভিন্ন অপরাধে ১২ ব্যবসায়ীকে ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রাশাসন।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফোরকান এলাহি অনুপন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপন জানান, ওজনে কারচুপি, বিএসটিআই এর অনুমোদনহীন ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার, নির্ধারিত পণ্যে পাটজাত ব্যাগ ব্যবহার না করা ও পণ্যমূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১২ ব্যবসায়ীকে ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর আগে নগরীর হাজারী গরীতে মেয়াদ উত্তীণ ঔষধ বিক্রির দায়ে ফারুক ফার্মেসি ও মুন স্টার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআরি এর পরিদর্শক মুকুল মৃধা, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম ও ঔষধ তত্ত্বাবধায়ক মাখনুওন তাবাসসুম ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহযোগিতা করেন।